সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্য নিহত

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। গতকাল রবিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর আঞ্চলিক সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবু বক্কর সিদ্দিক র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেল যোগে সাহার বাজার পৌঁছান। তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে। এতে ওই ভাঙা ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন।

 

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।

এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, র‌্যাব সদস্য আবু বক্কর সিদ্দিক (২৭) কে রবিবার দিবাগত রাত ১১ টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, কালবৈশাখী ঝড়ে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন।

 

তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

সরকার পরিবর্তনের জন্য এটি একটি সুযোগ: ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্য নিহত

প্রকাশের সময়: ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। গতকাল রবিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর আঞ্চলিক সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবু বক্কর সিদ্দিক র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেল যোগে সাহার বাজার পৌঁছান। তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে। এতে ওই ভাঙা ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন।

 

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।

এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, র‌্যাব সদস্য আবু বক্কর সিদ্দিক (২৭) কে রবিবার দিবাগত রাত ১১ টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, কালবৈশাখী ঝড়ে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন।

 

তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।