মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে রোনালদোর রিলসে স্থান রাফার গান ‘আমি আকাশ পাঠাব’

ফিফা ওয়ার্ল্ডকাপ চিরকুটের ‘জাদুর শহর’ গানটি পোস্ট করার পর এবার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির ফেসবুক পেজে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোর একটি রিলস ব্যবহার করা হয়েছে রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’।

গত রোববার ব্রাজিল ফুটবল তারকা রোনালদোর জাদুকরি খেলার একটি ভিডিওর সঙ্গে যুক্ত করে গানটি শেয়ার করে সংস্থাটি। এরপর সেই রিলসটি নিজের অফিসিয়াল ফেসবুক থেকে শেয়ার করেছেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট রাফা।

ফিফা ওয়ার্ল্ডকাপের পেজ থেকে রিলটি শেয়ার করে রাফা লিখেছেন, ‘এটি আমাদের ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। ধন্যবাদ ফিফা। এটা আমার কাছে অনেক কিছু।’

 

কালের চিঠি /এএফ

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে রোনালদোর রিলসে স্থান রাফার গান ‘আমি আকাশ পাঠাব’

প্রকাশের সময়: ০৩:০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

ফিফা ওয়ার্ল্ডকাপ চিরকুটের ‘জাদুর শহর’ গানটি পোস্ট করার পর এবার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির ফেসবুক পেজে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোর একটি রিলস ব্যবহার করা হয়েছে রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’।

গত রোববার ব্রাজিল ফুটবল তারকা রোনালদোর জাদুকরি খেলার একটি ভিডিওর সঙ্গে যুক্ত করে গানটি শেয়ার করে সংস্থাটি। এরপর সেই রিলসটি নিজের অফিসিয়াল ফেসবুক থেকে শেয়ার করেছেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট রাফা।

ফিফা ওয়ার্ল্ডকাপের পেজ থেকে রিলটি শেয়ার করে রাফা লিখেছেন, ‘এটি আমাদের ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। ধন্যবাদ ফিফা। এটা আমার কাছে অনেক কিছু।’

 

কালের চিঠি /এএফ