ফিফা ওয়ার্ল্ডকাপ চিরকুটের ‘জাদুর শহর’ গানটি পোস্ট করার পর এবার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির ফেসবুক পেজে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোর একটি রিলস ব্যবহার করা হয়েছে রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’।
গত রোববার ব্রাজিল ফুটবল তারকা রোনালদোর জাদুকরি খেলার একটি ভিডিওর সঙ্গে যুক্ত করে গানটি শেয়ার করে সংস্থাটি। এরপর সেই রিলসটি নিজের অফিসিয়াল ফেসবুক থেকে শেয়ার করেছেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট রাফা।
ফিফা ওয়ার্ল্ডকাপের পেজ থেকে রিলটি শেয়ার করে রাফা লিখেছেন, ‘এটি আমাদের ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। ধন্যবাদ ফিফা। এটা আমার কাছে অনেক কিছু।’
কালের চিঠি /এএফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi