বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কবি নাইম আহমেদে’র “আমার পরিণীতা”

  • নাইম আহমেদ
  • প্রকাশের সময়: ০৯:৩৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৪২

 

 

তুমি আসবে না জানি, তবুও অপেক্ষায় থাকবো আমি।

তুমি হীনা এ হৃদয় শূন্য মরুভূমি,

মরীকিচার মত অস্পষ্ট আমি।

মধু ছাড়া ফুলে বসে করতে চাইনা ভুল, 

হিতে বিপরীতে অন্যকে বলে ফেলো না কবুল। 

কেটে তো যাচ্ছে যত দিনরাত্রি ভোর, 

জানিনা সফলতা আসন কতদূর। 

যান্ত্রিক পৃথিবীতে করছি লড়াই একা একা, 

ভাগ্যে যদি থাকো তবে আবার হবে দেখা। 

খুব কষ্টে কাটিয়ে উঠেছি হৃদয় নিঃসঙ্গতা, 

সঠিক সময়ে ফিরে এসো তুমি আমার পরিণীতা।

জনপ্রিয়

‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভোটের পরে সরে যেতে চান : রয়টার্সের খবর

কবি নাইম আহমেদে’র “আমার পরিণীতা”

প্রকাশের সময়: ০৯:৩৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

 

তুমি আসবে না জানি, তবুও অপেক্ষায় থাকবো আমি।

তুমি হীনা এ হৃদয় শূন্য মরুভূমি,

মরীকিচার মত অস্পষ্ট আমি।

মধু ছাড়া ফুলে বসে করতে চাইনা ভুল, 

হিতে বিপরীতে অন্যকে বলে ফেলো না কবুল। 

কেটে তো যাচ্ছে যত দিনরাত্রি ভোর, 

জানিনা সফলতা আসন কতদূর। 

যান্ত্রিক পৃথিবীতে করছি লড়াই একা একা, 

ভাগ্যে যদি থাকো তবে আবার হবে দেখা। 

খুব কষ্টে কাটিয়ে উঠেছি হৃদয় নিঃসঙ্গতা, 

সঠিক সময়ে ফিরে এসো তুমি আমার পরিণীতা।