তুমি আসবে না জানি, তবুও অপেক্ষায় থাকবো আমি।
তুমি হীনা এ হৃদয় শূন্য মরুভূমি,
মরীকিচার মত অস্পষ্ট আমি।
মধু ছাড়া ফুলে বসে করতে চাইনা ভুল,
হিতে বিপরীতে অন্যকে বলে ফেলো না কবুল।
কেটে তো যাচ্ছে যত দিনরাত্রি ভোর,
জানিনা সফলতা আসন কতদূর।
যান্ত্রিক পৃথিবীতে করছি লড়াই একা একা,
ভাগ্যে যদি থাকো তবে আবার হবে দেখা।
খুব কষ্টে কাটিয়ে উঠেছি হৃদয় নিঃসঙ্গতা,
সঠিক সময়ে ফিরে এসো তুমি আমার পরিণীতা।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi