
জোড়া প্রীতি ম্যাচ খেলতে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। এজন্য কয়েকদিন পরই মাঠে নামছে তারা। আগামী ৩১ মে এবং ৩ জুন দুটি প্রীতি ম্যাচে শক্তিশালী কোস্টারিকার মোকাবিলা করবে আলবিসেলেস্তারা।
এবার ম্যাচ দুটির জন্য ২১ সদস্যের শক্তিশালী নারী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আগামী ৩১ মে প্রথম ম্যাচে সিউদাদ ডি বুয়েনস আইরেস স্টেডিয়ামে মাঠে নামবে দল দুটি। স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ফিরতি ম্যাচে সিউদাদ দে ভিসেন্টে লোপেজ স্টেডিয়ামে ৩ জুন লড়বে তারা। এটিও একই সময়ে গড়াবে। ডিরেক্টিভ স্পোর্টস ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।
কালের চিঠি ডেস্ক 






















