
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসের কম সময় বাকি। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে এবারের আসর। এর আগে হামলার হুমকি পেয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী ড. কেইথ রওলি নিশ্চিত করেছেন বিষয়টি। ইএসপিএনক্রিকইনফো আজ সোমবার (৬ মে) নিজেদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
রওলি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা জানতে পেরেছি হামলার ব্যাপারে। আমাদের গোয়েন্দা সংস্থা এই হুমকির কথা জানতে পেরেছে। আইসিসিকে বিষয়টি অবগত করেছি। আমাদের দিক থেকে নিরাপত্তায় কোনো ত্রুটি থাকবে না। আমরা নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ জোর দিচ্ছি।’
বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে আইসিসি। বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র বলেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ হুমকির কথা আমাদের বলেছে। আমরা স্বাগতিক দেশের সঙ্গে এক হয়ে কাজ করছি। এটি নিশ্চিত করতে চাই, বিশ্বকাপ যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়। নিরাপত্তার বিষয়টিই এখন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে।’
আগামী ১ জুন থেকে শুরু হয়ে বিশ্বকাপ চলবে ২৯ জুন পর্যন্ত। এবারই প্রথম ২০টি দল অংশ নিচ্ছে আসরে। ৯টি ভেন্যুতে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার ৩৯টিই হবে ওয়েস্ট ইন্ডিজে। ৯ ভেন্যুর ছয়টি অবস্থিত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। উদ্বোধনী ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাবোজে। তাই, নিরাপত্তার ব্যাপারে বেশ সতর্ক আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
কালের চিঠি/ফাহিম
নিজস্ব প্রতিবেদক 






















