
এক উইকেটের হারানোর পর কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু সেই লড়াই ভেস্তে দিয়ে সাগরিকায় দাপট দেখাচ্ছেন বাংলাদেশের বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছে লাল-সবুজের দল।
দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পরপরই বিপদে বাড়ে জিম্বাবুয়ে। এরপর একে একে উইকেট হারাচ্ছেই অতিথিরা। ৩৬ থেকে ৩৮—মানে মাত্র দুই রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। মোট ছয় উইকেটে চট্টগ্রামে বিপাকে জিম্বাবুয়ে।
সাগরিকায় টস জেতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর আস্থার প্রতিদান বোলার দিলেন শুরুতেই। ইনিংসের দ্বিতীয় ওভারেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন শেখ মাহাদি। তার ব্রেক থ্রুতে চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টির শুরুটা ভালো হলো বাংলাদেশের
দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিনকে শূন্যতে নিজের শিকার বানিয়ে বিদায় করেন মেহেদি।
কালের চিঠি/ ফাহিম
কালের চিঠি ডেস্ক 






















