বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অধিনায়কের শতকে চেন্নাইয়ের বিশাল পুঁজি ।

সর্বশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের কাছেই হেরেছিল চেন্নাই সুপার কিংস। তিন দিন পর ফের একই দলের মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলে ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নামে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের শতক এবং শিভাব দুবের ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ পায় দলটি। আগে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে চেন্নাইয়ের সংগ্রহ ২১০ রান।

আগের ম্যাচেও টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল লখনৌ। সেদিন ধোনির দলকে ১৭৬ রানে আটকে দিয়ে আট উইকেটে ম্যাচ জিতে নেয় দলটি। আজও ব্যাট হাতে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই হারায় ওপেনার অজিঙ্কা রাহানের উইকেট। তাকে বিদায় করেন ম্যাট হেনরি। দ্বিতীয় উইকেটে ডেরিল মিচেলকে নিয়ে ২৬ বলে ৪৫ রানের জুটি গড়েন রুতুরাজ। ১১ রান করে মিচেল ফিরে যান। তাকে ফেরান যশ ঠাকুর।

এরপর রবীন্দ্র জাদেজা ক্রিজে এলে চেন্নাইয়ের সমর্থকরা আশা ফিরে পায়। জাদেজা এদিন ব্যর্থ হন। ১৯ বলে ১৭ রানের স্বভাববিরুদ্ধ ইনিংস খেলে বিদায় নেন মহসিন খানের বলে। জাদেজার বিদায়ের পর দুবেকে নিয়ে জুটি গড়েন রুতুরাজ। দুজনের ৪৭ বলে ১০৪ রানের জুটিতে চেন্নাই পায় ২০০ ছাড়ানো সংগ্রহ।

ইনিংসে নিজের মুখোমুখি হওয়া ৫৬ তম বলে ঠাকুরকে চার মেরে শতরান স্পর্শ করেন রুতুরাজ। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬০ বলে ১০৮ রানে। নিজের ইনিংসটি তিনি সাজান ১২টি চার ও তিনটি ছক্কার মারে। অন্যদিকে, ২২ বলে অর্ধশতক তুলে নেন দুবে। মহসিনের বলে ছক্কা মেরে ফিফটির ঘরে পৌঁছান তিনি। আগ্রাসী দুবের ব্যাট থেকে আসে তিনটি চার ও সাতটি ছক্কা। ২৭ বলে ৬৬ রান করে রানআউট হন তিনি।

লখনৌর পক্ষে একটি করে উইকেট পান মহসিন, হেনরি ও ঠাকুর।

কালের চিঠি/ ফাহিম

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

অধিনায়কের শতকে চেন্নাইয়ের বিশাল পুঁজি ।

প্রকাশের সময়: ০৫:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সর্বশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের কাছেই হেরেছিল চেন্নাই সুপার কিংস। তিন দিন পর ফের একই দলের মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলে ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নামে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের শতক এবং শিভাব দুবের ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ পায় দলটি। আগে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে চেন্নাইয়ের সংগ্রহ ২১০ রান।

আগের ম্যাচেও টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল লখনৌ। সেদিন ধোনির দলকে ১৭৬ রানে আটকে দিয়ে আট উইকেটে ম্যাচ জিতে নেয় দলটি। আজও ব্যাট হাতে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই হারায় ওপেনার অজিঙ্কা রাহানের উইকেট। তাকে বিদায় করেন ম্যাট হেনরি। দ্বিতীয় উইকেটে ডেরিল মিচেলকে নিয়ে ২৬ বলে ৪৫ রানের জুটি গড়েন রুতুরাজ। ১১ রান করে মিচেল ফিরে যান। তাকে ফেরান যশ ঠাকুর।

এরপর রবীন্দ্র জাদেজা ক্রিজে এলে চেন্নাইয়ের সমর্থকরা আশা ফিরে পায়। জাদেজা এদিন ব্যর্থ হন। ১৯ বলে ১৭ রানের স্বভাববিরুদ্ধ ইনিংস খেলে বিদায় নেন মহসিন খানের বলে। জাদেজার বিদায়ের পর দুবেকে নিয়ে জুটি গড়েন রুতুরাজ। দুজনের ৪৭ বলে ১০৪ রানের জুটিতে চেন্নাই পায় ২০০ ছাড়ানো সংগ্রহ।

ইনিংসে নিজের মুখোমুখি হওয়া ৫৬ তম বলে ঠাকুরকে চার মেরে শতরান স্পর্শ করেন রুতুরাজ। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬০ বলে ১০৮ রানে। নিজের ইনিংসটি তিনি সাজান ১২টি চার ও তিনটি ছক্কার মারে। অন্যদিকে, ২২ বলে অর্ধশতক তুলে নেন দুবে। মহসিনের বলে ছক্কা মেরে ফিফটির ঘরে পৌঁছান তিনি। আগ্রাসী দুবের ব্যাট থেকে আসে তিনটি চার ও সাতটি ছক্কা। ২৭ বলে ৬৬ রান করে রানআউট হন তিনি।

লখনৌর পক্ষে একটি করে উইকেট পান মহসিন, হেনরি ও ঠাকুর।

কালের চিঠি/ ফাহিম