
জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর টিম ম্যানেজমেন্টের ওপর অভিমান করে অবসর নিয়েছিলেন মোহাম্মদ আমির। ৪ বছর পর অবসর ভেঙে এবার ফিরলেন জাতীয় দলের জার্সিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান দলে রাখা হয়েছে তারকা এই পেসারকে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান দলে এদিন ৩ ক্রিকেটারের অভিষেক হয়েছে। প্রথমবারের মতো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন ইরফান খান, উসমান খান এবং আবরার আহমেদ। প্রথম দুই ম্যাচে না খেলার গুঞ্জন থাকলেও একাদশে আছেন শাহিন শাহ আফ্রিদি।
আইপিএলের কারণে নিউজিল্যান্ড দলে অভিজ্ঞ ক্রিকেটারদের তেমন কেউই নেই। দলের নেতৃত্ব দিচ্ছেন মিচেল ব্রেসওয়েল। কেন উইলিয়ামসন-টিম সাউদিরা না থাকলেও প্রথম ম্যাচের একাদশে আছেন মার্ক চ্যাপম্যান, টিম সাইফার্ট এবং ইশ সোধির মতো পরিচিত অনেক মুখ।
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ইফতিখার আহমেদ, ইরফান খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, আবরার আহমেদ।
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড একাদশ: মিচেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, জেমস নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।
কালের চিঠি/ ফাহিম
কালের চিঠি ডেস্ক 




















