
চলমান আইপিএলে দর্শকরা নড়েচড়ে বসার সুযোগটাও পাচ্ছেন না। প্রায় প্রতি ওভারেই সীমানা ছাড়া হচ্ছে বল। ব্যাটারদের আগ্রাসনে অসহায় হয়ে পড়েছে বোলাররা। এই তো সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ২২৩ রান করেও পারল না ম্যাচ জিততে। রাজস্থান রয়্যালস সেটি টপকে গেছে।
কদিন আগে সানরাইজার্স হায়দরাবাদের ২৮৭ রানের জবাবে ২৬২ পর্যন্ত গিয়েছিল রয়্যার চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হায়দরাবাদ এবারের আসরে দুটি দলীয় ইনিংস খেলেছে ২৭৭ ও ২৮৭ রানের। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা করেছিল ২৭২ রান।
ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, বোলাররা যেন বল করছেন ব্যাটাররা মারবেন বলে। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের মতো বোলাররাও অসহায়। এটি নিয়ে কথা বলেছেন দিল্লি কোচ রিকি পন্টিং। সাবেক বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকার মতে, যারা যত বেশি আক্রমণাত্মক ব্যাটিং করবে, এবারের আইপিএলে তারাই শিরোপা জিতবে।
কালের চিঠি/ ফাহিম
কালের চিঠি ডেস্ক 




















