বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নারিনের শতকে চড়ে কলকাতার বিশাল সংগ্রহ ।

আইপিএলের চলতি আসরে ছুটছে রানের ফোয়ারা। ভাঙছে একের পর এক রেকর্ড। ব্যাটারদের কাছে নাস্তানাবুদ হচ্ছেন বোলাররা। দিনের একমাত্র ম্যাচে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সেখানেও ব্যাট হাতে বড় সংগ্রহ গড়েছে কলকাতা। সুনিল নারিনের ঝড়ো শতকে টালমাটাল হয়ে পড়ে রাজস্থান। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে কেকেআরের সংগ্রহ ২২৩ রান।

কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে বোলিং বেছে নেয় রাজস্থান। শুরুটা অবশ্য ভালোই করেছে দলটির বোলাররা। ২১ রানে ভাঙে কেকেআরের ওপেনিং জুটি। ১০ রান করা ফিল সল্টকে ফিরতি ক্যাচে ফেরান আভেশ খান। এরপর ওয়ানডাউনে ঘুরে দাঁড়ায় কেকেআর। নারিন ও রঘুবংশী মিলে করেন ৮৫ রানের জুটি। ১৮ বলে ৩০ রান করে রঘু ফিরে গেলেও একপ্রান্তে ঝড় তোলেন নারিন।

নারিনের দুরন্ত সব শটে ইনিংসের নিয়ন্ত্রণ হারায় রাজস্থান। ৫৬ বলে ১৩টি চার ও ছয়টি ছক্কার মারে ১০৯ রানের অনন্য ইনিংস উপহার দেন ক্যারিবিয়ান তারকা। ১৯৪.৬৪ স্ট্রাইক রেটে খেলা নারিন শতক তুলে নেন ৪৯ বলে। তাকে থামান ট্রেন্ট বোল্ট। বোল্টের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি।

শেষ দিকে রিঙ্কু সিংয়ের ৯ বলে ২০ রানের ক্যামিওতে রাঙে ইডেনের দর্শকরা। কলকাতার স্কোরবোর্ডে জমা হয় বিশাল রান। রাজস্থানের পক্ষে দুটি করে উইকেট পান আভেশ ও কুলদীপ সেন। চাহাল ও বোল্ট নেন একটি করে উইকেট।

কালের চিঠি/ ফাহিম

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

নারিনের শতকে চড়ে কলকাতার বিশাল সংগ্রহ ।

প্রকাশের সময়: ০৫:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

আইপিএলের চলতি আসরে ছুটছে রানের ফোয়ারা। ভাঙছে একের পর এক রেকর্ড। ব্যাটারদের কাছে নাস্তানাবুদ হচ্ছেন বোলাররা। দিনের একমাত্র ম্যাচে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সেখানেও ব্যাট হাতে বড় সংগ্রহ গড়েছে কলকাতা। সুনিল নারিনের ঝড়ো শতকে টালমাটাল হয়ে পড়ে রাজস্থান। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে কেকেআরের সংগ্রহ ২২৩ রান।

কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে বোলিং বেছে নেয় রাজস্থান। শুরুটা অবশ্য ভালোই করেছে দলটির বোলাররা। ২১ রানে ভাঙে কেকেআরের ওপেনিং জুটি। ১০ রান করা ফিল সল্টকে ফিরতি ক্যাচে ফেরান আভেশ খান। এরপর ওয়ানডাউনে ঘুরে দাঁড়ায় কেকেআর। নারিন ও রঘুবংশী মিলে করেন ৮৫ রানের জুটি। ১৮ বলে ৩০ রান করে রঘু ফিরে গেলেও একপ্রান্তে ঝড় তোলেন নারিন।

নারিনের দুরন্ত সব শটে ইনিংসের নিয়ন্ত্রণ হারায় রাজস্থান। ৫৬ বলে ১৩টি চার ও ছয়টি ছক্কার মারে ১০৯ রানের অনন্য ইনিংস উপহার দেন ক্যারিবিয়ান তারকা। ১৯৪.৬৪ স্ট্রাইক রেটে খেলা নারিন শতক তুলে নেন ৪৯ বলে। তাকে থামান ট্রেন্ট বোল্ট। বোল্টের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি।

শেষ দিকে রিঙ্কু সিংয়ের ৯ বলে ২০ রানের ক্যামিওতে রাঙে ইডেনের দর্শকরা। কলকাতার স্কোরবোর্ডে জমা হয় বিশাল রান। রাজস্থানের পক্ষে দুটি করে উইকেট পান আভেশ ও কুলদীপ সেন। চাহাল ও বোল্ট নেন একটি করে উইকেট।

কালের চিঠি/ ফাহিম