বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন ৫৩ বছর বয়সী এই কোচ।

মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে মাঠে গড়াবে এই বিশ্বকাপ।

কোচ হিসেবে মুশতাকের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এর আগে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) এবং সর্বশেষ নিজ দেশ পাকিস্তানের (২০২০-২০২২) স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনও বেশ সমৃদ্ধ ছিল মুশতাকের। পাকিস্তান জাতীয় দলের হয়ে ৫২ টেস্টে ১৮৫ এবং ১৪৪ ওয়ানডেতে নিয়েছেন ১৬১ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ১৪০৭ উইকেট।

প্রসঙ্গত, ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন মুশতাক আহমেদ।

কালের চিঠি / আলিফ

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ

প্রকাশের সময়: ০৫:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন ৫৩ বছর বয়সী এই কোচ।

মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে মাঠে গড়াবে এই বিশ্বকাপ।

কোচ হিসেবে মুশতাকের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এর আগে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) এবং সর্বশেষ নিজ দেশ পাকিস্তানের (২০২০-২০২২) স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনও বেশ সমৃদ্ধ ছিল মুশতাকের। পাকিস্তান জাতীয় দলের হয়ে ৫২ টেস্টে ১৮৫ এবং ১৪৪ ওয়ানডেতে নিয়েছেন ১৬১ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ১৪০৭ উইকেট।

প্রসঙ্গত, ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন মুশতাক আহমেদ।

কালের চিঠি / আলিফ