বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘মেয়ে পছন্দ না হওয়ায়’ ফিরে আসছিল বরপক্ষ, কনেপক্ষের হামলায় নিহত ১

বাগেরহাটের মোল্লাহাটে একটি বিয়েবাড়িতে কনেপক্ষের হামলায় আজিজুল হক (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বরের ভগ্নিপতি।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের আংড়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহত আজিজুল হকের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামে।

“কনে পছন্দ না হওয়ায়” বিয়েবাড়ি থেকে ফিরে আসার পথে বরপক্ষের ওপর কনেপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, “আংড়া এলাকার শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি, মেয়েকে দেখে ছেলের পছন্দ হলে তবেই বিয়ে হবে। সেই শর্তেই আজ আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়েকে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন।”

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দোষীদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।”

কালের চিঠি / আশিকুর।

জনপ্রিয়

উদাখালীতে চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

‘মেয়ে পছন্দ না হওয়ায়’ ফিরে আসছিল বরপক্ষ, কনেপক্ষের হামলায় নিহত ১

প্রকাশের সময়: ০২:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

বাগেরহাটের মোল্লাহাটে একটি বিয়েবাড়িতে কনেপক্ষের হামলায় আজিজুল হক (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বরের ভগ্নিপতি।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের আংড়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহত আজিজুল হকের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামে।

“কনে পছন্দ না হওয়ায়” বিয়েবাড়ি থেকে ফিরে আসার পথে বরপক্ষের ওপর কনেপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, “আংড়া এলাকার শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি, মেয়েকে দেখে ছেলের পছন্দ হলে তবেই বিয়ে হবে। সেই শর্তেই আজ আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়েকে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন।”

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দোষীদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।”

কালের চিঠি / আশিকুর।