মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে একজন নিহত

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন ।

শনিবার (১৩ এপ্রিল) সকালে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ খা একই গ্রামের বাসিন্দা।

জানা যায়, শনিবার সকালে ছোট মোল্লাকান্দি গ্রামে মামুন ও আহমেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা। সংঘর্ষের সময় পারভেজ খা গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় নেয়ার জন্য রওনা দেয়া হয়।

ঢাকায় পৌঁছানোর আগেই রাস্তায় মারা যান পারভেজ। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

 

কালের চিঠি / আলিফ

জনপ্রিয়

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে একজন নিহত

প্রকাশের সময়: ০২:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন ।

শনিবার (১৩ এপ্রিল) সকালে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ খা একই গ্রামের বাসিন্দা।

জানা যায়, শনিবার সকালে ছোট মোল্লাকান্দি গ্রামে মামুন ও আহমেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা। সংঘর্ষের সময় পারভেজ খা গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় নেয়ার জন্য রওনা দেয়া হয়।

ঢাকায় পৌঁছানোর আগেই রাস্তায় মারা যান পারভেজ। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

 

কালের চিঠি / আলিফ