এক টাকায় ২২৫ পরিবার পেল ঈদ বাজার।
শামসুর রহমান হৃদয়
গাইবান্ধা
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে এক টাকার বাজার কর্মসূচির আয়োজন করেছে আমাদের গাইবান্ধা নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
সোমবার (৮ এপ্রিল) দুপুর ৩টায় গাইবান্ধার স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ‘এক টাকার বাজার’ এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্রমবর্ধমান বাজার মূল্যে অতিসাধারণের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে পরিবার প্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ১৬ পদের রন্ধনসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ২২৫ পরিবারকে দেওয়া হয় আতপ চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, আলু, বেগুন, ঢেড়স, পেঁয়াজ, মিষ্টিকুমড়া, মরিচ, টমেটো, লেবু নুডলস্ ও মুরগিসহ ১৬ পদের রন্ধনসামগ্রী।
সুবিধাভোগীরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজারে কোনো পণ্যই কেনার সামর্থ্য নাই তাদের। তাই এক টাকায় অনেক কিছু পেয়ে খুশি তারা। পরিবার নিয়ে একদিন হলেও অনেক ভালো খেতে পারবেন জানান সুবিধাভোগীরা।
‘আমাদের গাইবান্ধা’র সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম কালের চিঠিকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিসাধারণের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য আজ এই আয়োজন। পরিবার প্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ১৬ পদের রন্ধনসামগ্রী বিতরণ করা হয়।
‘আমাদের গাইবান্ধা’ সংগঠনটি ‘এক টাকার বাজার’ শিরোনামে টানা চতুর্থবারের মতো মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতিকী মূল্যে বাজার বিতরণ কর্মসূচি পালন করে আসছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিব, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।