গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৪ মার্চ) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. এরশাদুল হক (৪২)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর ধরঞ্জয় গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশবাড়ী মহাসড়কের বাঁশকাটা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এতে সাড়ে ১৮ কেজি শুকনো গাঁজাসহ এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এরশাদুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের চিঠি / আলিফ