গাইবান্ধা জেলা যুবলীগের সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম সঞ্জুর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি খুলে বিভিন্ন লোকের কাছে ম্যাসেজ দিয়ে টাকা ধার চাইছে একটি প্রতারক চক্র।
১৪ ই মার্চ বুধবার গাইবান্ধা সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছে শরিফুল ইসলাম সঞ্জু।
জানা যায়,একটি প্রতারক চক্র গত ১২ ই মার্চ রাতে যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম সনজুর নামে একটি ফেসবুক আইডি খুলে তার পরিচিত এবং ফেসবুক বন্ধুদের কাছে ম্যাসেজ দিয়ে টাকা ধার চায় ।
সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে শরিফুল ইসলাম সঞ্জু বলেন, আমার নাম ও ছবি দিয়ে খোলা একটা ফেসবুক আইডি থেকে টাকা চাওয়ার ঘটনা বিভিন্ন ব্যক্তির নিকট থেকে আমি ফোনের মাধ্যমে অবগত হয়েছি। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন ভুয়া ফেসবুক আইডি খুলে টাকা চেয়ে প্রতারণার প্রেক্ষিতে ভুক্তোভোগী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন । বিষয়টি উদঘাটন করার জন্য তদন্ত চলছে।