বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বড় হচ্ছে মন্ত্রিসভা, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেলেন ৭ জন

আরও বড় হতে যাচ্ছে মন্ত্রিপরিষদ। মন্ত্রী, প্রতিমন্ত্রী উভয় পদেই দেখা যেতে পারে একাধিকজনকে। দ্বিতীয় দফায় আরও সাতজনকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কথা শোনা যাচ্ছে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন এই সাতজন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।

 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে সম্ভাব্য যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়েশা খান, নাহিদ ইজহার খান ও ডা. রোকেয়া সুলতানা। এছাড়া আরও শপথ নিতে পারেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ, শহীদুজ্জামান সরকার ও নজরুল ইসলাম চৌধুরী।

 

গত ১১ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। সেদিন প্রধানমন্ত্রীসহ আরও ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দ্বিতীয় দফায় ওই সাতজনকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কথা শোনা যাচ্ছে।

কালের চিঠি / আলিফ

জনপ্রিয়

উদাখালীতে চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

বড় হচ্ছে মন্ত্রিসভা, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেলেন ৭ জন

প্রকাশের সময়: ০৬:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

আরও বড় হতে যাচ্ছে মন্ত্রিপরিষদ। মন্ত্রী, প্রতিমন্ত্রী উভয় পদেই দেখা যেতে পারে একাধিকজনকে। দ্বিতীয় দফায় আরও সাতজনকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কথা শোনা যাচ্ছে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন এই সাতজন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।

 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে সম্ভাব্য যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়েশা খান, নাহিদ ইজহার খান ও ডা. রোকেয়া সুলতানা। এছাড়া আরও শপথ নিতে পারেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ, শহীদুজ্জামান সরকার ও নজরুল ইসলাম চৌধুরী।

 

গত ১১ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। সেদিন প্রধানমন্ত্রীসহ আরও ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দ্বিতীয় দফায় ওই সাতজনকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কথা শোনা যাচ্ছে।

কালের চিঠি / আলিফ