ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। গতবারের মতো এবারও ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়,‘বি’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ২৭৮টি। সে হিসেবে প্রতিটি আসনের জন্য প্রায় ৩৮ জন শিক্ষার্থী লড়াই করবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্রে আজ কলা, আইন ও সমাজবিজ্ঞান ইউনিটের চবি উপ-কেন্দ্রের সমন্বয়ক আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘খ’ ইউনিটে চবি কেন্দ্রে সর্বমোট ৮ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৪৪৭ জন উপস্থিত ছিলেন। শতকরা উপস্থিতির হার ৯০ দশমিক ৯১ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন ৭৪৫ জন। অনুপস্থিতির হার ৯ দশমিক ৯ শতাংশ।
পরীক্ষা শেষে জানতে চাইলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক সামিন আহমেদ বলেন,”পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি,প্রশ্নপত্র মানসম্মত ছিল তবে ইংরেজি লিখিত অংশ তুলনামূলক জটিল হয়েছিল।”
জানতে চাইলে আরেক শিক্ষার্থী ইসরাত জাহান বলেন,” আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম,ইংরেজি অংশ কঠিন হলেও মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছি,বাকীটা আল্লাহ ভরসা।”
ভর্তি পরীক্ষা নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর নুরুল আজিম শিকদার বলেন,” ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ঠ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের শিক্ষকরা ভালোভাবেই পরীক্ষার ডিউটি দিয়েছেন।আমি এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ফুয়াদ (চবি)