সম্প্রতি ওয়েবমেট্রিস কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বিশ্বর্যাংকিং এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৩৫১তম এবং এশিয়ায় ৮৪২তম।
ওয়েব ম্যাট্রিক্স সংস্থা তাদের ২০তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং তালিকা প্রকাশ করেছে।সেই তালিকায় বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অবস্থান ২৩৫১তম এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান ১০ম।
যেখানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) অবস্থান বিশ্বে ১১৪৫ তম এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ১ম।সেই সাথে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) অবস্থান বিশ্বে ১৪১০ তম এবং দেশের র্যাংকিং এ দ্বিতীয়।
দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) এহেন অবনতিকে শিক্ষার্থীরা নেতিবাচক হিসাবে দেখছেন।বিশ্ববিদ্যালয় র্যাংকিংএ অবনতির বিষয়কে সাধারণ শিক্ষার্থীরা পর্যাপ্ত গবেষণার সুযোগের অভাব এবং প্রশাসনের দুর্বলতা,অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করছেন।শিক্ষক ও শিক্ষার্থীর পর্যাপ্ত গবেষণার সুযোগ সৃষ্টি করতে পারলে র্যাংকিং এ এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা।