শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১০০ হলে মুক্তি পাবে ‘ডেডবডি’ ।

পরিকল্পনা ছিল পবিত্র ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার। ‘ডেডবডি’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল প্রচারণাও চালাচ্ছিলেন সেভাবে। এর মধ্যে তিনি জানতে পারেন, ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১১টি সিনেমা। সিদ্ধান্ত বদলে ফেললেন এ নির্মাতা। মুক্তি দিলেন না ঈদে।

এবার জানা গেল সেই ‘ডেডবডি’ সিনেমার মুক্তির তারিখ। সব ঠিক থাকলে আগামী ৩ মে দেশের ১০০ হলে সিনেমাটি মুক্তি পাবে।

এ প্রসঙ্গে নির্মাতা ইকবাল বলেন, ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ঈদে ছবিটি মুক্তি দিলে ফলাফল হতো খারাপ। এমনিতে ১১টি ছবি মুক্তি পেয়েছে। খোঁজ নিয়ে দেখেন কোনো ছবিই দর্শক পাচ্ছে না। আমাদের নির্দিষ্ট পরিমাণ দর্শক আছে। যারা বিভিন্ন উৎসবে হলে যায়। সেই দর্শক যখন ১১টি ছবিতে ভাগ হয়ে যায় তখন আর থাকে কী! একেকটি ছবির ভাগে কয়জন আর দর্শক থাকে? অনেক নির্মাতাকেই বলেছিলাম এভাবে ছবি মুক্তি না দিতে। তারা শোনেননি, এখন সেটার ফল ভোগ করছেন।

তিনি আরও বলেন, ৩ মে সিনেমাটি মুক্তি দিলে কোরবানির ঈদও পাব। আশা করছি, দর্শক আমার এটি দেখবে।

ডেডবডি’ সিনেমায় শ্যামল মাওলা, জিয়াউল রোশান, ওমর সানী, অন্বেষা রায়, মিষ্টি জাহান প্রমুখ অভিনয় করেছেন।

কালের চিঠি/ ফাহিম

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

১০০ হলে মুক্তি পাবে ‘ডেডবডি’ ।

প্রকাশের সময়: ০৫:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

পরিকল্পনা ছিল পবিত্র ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার। ‘ডেডবডি’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল প্রচারণাও চালাচ্ছিলেন সেভাবে। এর মধ্যে তিনি জানতে পারেন, ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১১টি সিনেমা। সিদ্ধান্ত বদলে ফেললেন এ নির্মাতা। মুক্তি দিলেন না ঈদে।

এবার জানা গেল সেই ‘ডেডবডি’ সিনেমার মুক্তির তারিখ। সব ঠিক থাকলে আগামী ৩ মে দেশের ১০০ হলে সিনেমাটি মুক্তি পাবে।

এ প্রসঙ্গে নির্মাতা ইকবাল বলেন, ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ঈদে ছবিটি মুক্তি দিলে ফলাফল হতো খারাপ। এমনিতে ১১টি ছবি মুক্তি পেয়েছে। খোঁজ নিয়ে দেখেন কোনো ছবিই দর্শক পাচ্ছে না। আমাদের নির্দিষ্ট পরিমাণ দর্শক আছে। যারা বিভিন্ন উৎসবে হলে যায়। সেই দর্শক যখন ১১টি ছবিতে ভাগ হয়ে যায় তখন আর থাকে কী! একেকটি ছবির ভাগে কয়জন আর দর্শক থাকে? অনেক নির্মাতাকেই বলেছিলাম এভাবে ছবি মুক্তি না দিতে। তারা শোনেননি, এখন সেটার ফল ভোগ করছেন।

তিনি আরও বলেন, ৩ মে সিনেমাটি মুক্তি দিলে কোরবানির ঈদও পাব। আশা করছি, দর্শক আমার এটি দেখবে।

ডেডবডি’ সিনেমায় শ্যামল মাওলা, জিয়াউল রোশান, ওমর সানী, অন্বেষা রায়, মিষ্টি জাহান প্রমুখ অভিনয় করেছেন।

কালের চিঠি/ ফাহিম