
কোপা আমেরিকাকে সামনে রেখে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এল সালভাদর ও কোস্টা রিকার মুখোমুখি হওয়ার কিছুদিন আগে দলও ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা। দলে জায়গা পেয়েছিলেন পাওলো দিবালা। কিন্তু ইনজুরির কারণে খেলা হচ্ছে না তার। খবর মুন্দো আলবিসেলেস্তের।
ডান পায়ের উরুর অ্যাবডাক্টরে চোট পেয়েছেন দিবালা। শনিবার (১৬ মার্চ) তার চোটের বিষয়টি জানিয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। চোট ও ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ৮টি ম্যাচে খেলতে পারেননি তিনি। ২০১৫ সালে অভিষেক হওয়া দিবালা আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৮ ম্যাচ। দীর্ঘ ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ৩টি গোল করেছেন তিনি।
আর্জেন্টিনা দল
এমি মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি, জারমান পাজেলা, নেহুয়েন পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, ত্যাগলিয়াফিকো, মারকোস সেনেসি, নাহুয়েল মলিনা, ভ্যালেন্তিন বার্কো, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিউস, লেয়ান্দ্রো প্যারাদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বোনানোত্তে, ভ্যালেন্তিন কারবোনি।
কালের চিঠি/ ফাহিম
কালের চিঠি ডেস্ক 




















