
সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার সম্পর্কে যেন নতুন মাত্রা যোগ হয়েছে চলমান বিপিএলে। যেখানে তামিমকে আউটের পর সাকিবের করা উদযাপন, পরক্ষণে সাকিবের আউটের পর ব্যঙ্গ করেছেন তামিম। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বরিশালের ব্যাটার মুশফিকুর রহিম।
গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এই বিষয়ে মুখ খোলেন মুশফিক। তিনি অবশ্য ম্যাচের মধ্যে তামিমের উদযাপন দেখেননি। তবে কৌতূহলী মুশফিক ম্যাচের হাইলাইটসে গিয়ে সেই মুহূর্তটি দেখবেন বলে জানান।
তামিমের উদযাপন সত্যি কথা আমি দেখিনি। একটা ব্যাটসম্যান আউট হয়েছে, আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর পরবর্তী ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে, সেটা নিয়ে ভাবছিলাম। সত্যি কথা, আমি দেখিনি। এখন বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে’, বলেন মুশফিক।
বরিশালের অধিনায়ক তামিম আউট হয়েছেন সাকিবের স্পেলে প্রথম বলেই। সাকিবের শর্ট বল কিছুটা স্পিন করে লাফিয়ে ওঠায় খেলতে গিয়ে দ্বিধায় পড়ে ক্যাচআউট হন তামিম। ম্যাচের ওই মুহূর্ত নিয়ে মুশফিককে প্রশ্ন করা হলে উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন এই অভিজ্ঞ ক্রিকেটার, ‘এর আগে কি সাকিবের বলে তামিম আউট হয়নি? বা সাকিবের বলে তামিম ছক্কা মারেনি? এটা কিছু না। এটা যদি আপনারা ওভাবে দেখেন, তাহলে হতে পারে। আর যদি না দেখেন, তাহলে ক্রিকেটের একটা নলেজের ব্যাপার।’
কালের চিঠি/ ফাহিম
কালের চিঠি ডেস্ক 




















