
পাকিস্তানের নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত হিসাব অনুযায়ী সবচেয়ে এগিয়ে থাকা দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) জানিয়েছে, অপর দুই দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) বা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কিংবা অন্য কোনো দলের সঙ্গে জোট করার কোনো পরিকল্পনা নেই দলটির।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহার খান বলেছেন, এখন পর্যন্ত যে ফলাফল এসেছে, তাতে এটা স্পষ্ট যে পিটিআই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তা ছাড়া পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।
পাকিস্তানের জাতীয় পরিষদের ১৭০টি আসনে পিটিআই জিতেছে দাবি করে ব্যারিস্টার গহার বলেন, যেহেতু এককভাবে সরকার গঠনের সুযোগ আমাদের রয়েছে, তাই জোট গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই। পিএমএলএন অথবা পিপিপির সঙ্গে কোনো যোগাযোগও আমাদের হয়নি। এখন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ইমরান খানই নির্ধারণ করবেন। তিনিই আমাদের মূল নেতা, সেটা মুক্ত থাকলেও আবার কারাগারে থাকলেও।
এদিকে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারি বলেছেন, পিটিআই শিগগিরই দলীয় ব্যানারের মধ্যে আসার জন্য স্বতন্ত্রদের আহ্বান জানাবে। স্বতন্ত্রদের অন্য দলে যোগ দেওয়ার ভয় আমাদের নেই, কারণ এরাই সেই মানুষ যারা গত ১৮ মাস ধরে সংগ্রাম করেছে এবং সব ধরনের নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন।
কালের চিঠি / আশিকুর।
নিজস্ব প্রতিবেদক 























