
বেশ কিছুদিন ধরে আলোচনায় সাকিব আল হাসান। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) চলছে সাকিবকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। তবে মাঠের ক্রিকেটে সাকিবকে দেখলে তা বোঝার কোনো উপায় নেই। পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম তো জানালেন, সাকিব সবসময়ই পজিটিভ।
রংপুর রাইডার্সের জার্সিতে এবারের বিপিএল মাতাচ্ছেন বাবর। যেখানে সঙ্গী হিসেবে পেয়েছেন বড় ভাই সাকিবকে। আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে বাবর আজমের। এর আগে আজ সাকিবকে নিয়ে কথা বলেন বাবর, ‘আমি মনে করি, রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের যে সাকিব তাদের দলে আছে। সাকিব তার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে শেয়ার করে, এমনকি ম্যাচের সময়ও। ড্রেসিংরুমে সে (সাকিব) সবসময় পজিটিভ এবং হাস্যোজ্জ্বল থাকে।’
এরপরই বিপিএলের মান নিয়েও কথা বলেছেন বাবর। মূলত উইকেটের দ্বিমুখী আচরণ বুঝতে সমস্যায় পড়তে হচ্ছে তাকে, ‘উইকেট দিনে একরকম আবার রাতে অন্যরকম আচরণ করছে। ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না, আবার সবসময় স্পিনও হয় না। মাঝে মাঝে স্লো এবং নিচু হয়। আমি মনে করি, উইকেটের দিক থেকে বিপিএলের মান আরও বাড়াতে হবে।’
রংপুরের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। ৫ ম্যাচে ৪৫.৬০ গড়ে ২০৪ রান করেছেন এই ওপেনার। চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। দল হিসেবে অবশ্য শীর্ষে আছে রংপুর রাইডার্স
কালের চিঠি/ফাহিম
কালের চিঠি ডেস্ক 




















