
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরিভিত্তিতে ত্রাণসামগ্রী হিসেবে ওষুধ, তাঁবু, শুকনা খাবার ও চিকিৎসা সেবাসহ রেসকিউ এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি থেকে বিমানবাহিনীর একটি সি-১৩০জে বিমান এবং আর্মি এভিয়েশনের একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান জরুরি ত্রাণসামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশ্যে রওনা করেছে।
যাত্রার প্রাক্কালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা মিয়ানমারে জরুরি সহায়তা প্রদানকারী দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন।
এর আগে গত শুক্রবার স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে মিয়ানমারে এখন পর্যন্ত ১৬০০ মানুষের প্রাণহানি এবং ৩০০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা যায়।
নিজস্ব প্রতিবেদক 

















