
বাংলাদেশে ঘোর লাগা এক অধ্যায়ের শেষ হলো হামজা চৌধুরীর। ১০ দিনের সংক্ষিপ্ত সফর ইংল্যান্ডে ফিরে গেলেন শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিফ এই মিডফিল্ডার। গত ১৭ মার্চ বাংলাদেশে পৌঁছানোর পর থেকে হামজাকে ঘিরে উন্মাদনার শেষ ছিল না। বাংলাদেশের ফুটবলের রোমাঞ্চকর এই পর্বের শেষ হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। শিলংয়ে এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার।
ম্যাচ শেষে গুয়াহাটি ও কলকাতা হয়ে বাংলাদেশ দলের সঙ্গে দেশে ফেরেন হামজা। দেশে ফিরে আর থাকা হয়নি তার। ইংল্যান্ডের উদ্দেশ্যে আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারকা এই ফুটবলার। ঢাকা থেকে সিলেট যান তিনি। বেলা ১১:৪৫ মিনিটে চড়েন ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানে।
বাংলাদেশ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান হামজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটা আমার জন্য কতোটা বিশেষ ছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না । সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে ফিরবো আমি। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।’
নিজস্ব প্রতিবেদক 






















