সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাখাল রাহার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের তথ্য অপপ্রচার: এনসিটিবি চেয়ারম্যান

রাখাল রাহার বিরুদ্ধে পাঠ্যবই ছাপার কাগজ ব্যবসায়ের ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্য অপপ্রচার বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন প্রক্রিয়াতে জড়িত একজন লেখক ও গবেষক। চলতি বছরের পাঠ্যবই পরিমার্জন কমিটিতে ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে রিয়াজুল হাসান বলেন, পাঠ্যবইয়ের কাগজই কেনা হয়েছে ১০০ কোটি টাকার। সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে, সেটা বোধগম্য নয়। কাগজ কেনার সঙ্গে রাখাল রাহার কোনো সম্পর্ক নেই।

অধ্যাপক রিয়াজুল আরও বলেন, কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে একটি গণমাধ্যমে প্রকাশ করা সংবাদ ভুয়া ও প্রোপাগান্ডা।

তিনি বলেন, চলতি বছরের পাঠ্যবই পরিমার্জন কমিটিতে রাখাল রাহা দায়িত্ব পালন করেছেন। টেন্ডার, পাঠ্যবই ছাপা, কাগজ কেনার কাজগুলোতে তার কোনো সম্পৃক্ততা নেই। এসব কাজ সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়েছে।

এএফ/

জনপ্রিয়

রাখাল রাহার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের তথ্য অপপ্রচার: এনসিটিবি চেয়ারম্যান

প্রকাশের সময়: ১১:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

রাখাল রাহার বিরুদ্ধে পাঠ্যবই ছাপার কাগজ ব্যবসায়ের ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্য অপপ্রচার বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন প্রক্রিয়াতে জড়িত একজন লেখক ও গবেষক। চলতি বছরের পাঠ্যবই পরিমার্জন কমিটিতে ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে রিয়াজুল হাসান বলেন, পাঠ্যবইয়ের কাগজই কেনা হয়েছে ১০০ কোটি টাকার। সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে, সেটা বোধগম্য নয়। কাগজ কেনার সঙ্গে রাখাল রাহার কোনো সম্পর্ক নেই।

অধ্যাপক রিয়াজুল আরও বলেন, কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে একটি গণমাধ্যমে প্রকাশ করা সংবাদ ভুয়া ও প্রোপাগান্ডা।

তিনি বলেন, চলতি বছরের পাঠ্যবই পরিমার্জন কমিটিতে রাখাল রাহা দায়িত্ব পালন করেছেন। টেন্ডার, পাঠ্যবই ছাপা, কাগজ কেনার কাজগুলোতে তার কোনো সম্পৃক্ততা নেই। এসব কাজ সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়েছে।

এএফ/