
সার্ভেয়িং ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের অন্যান্য ডিপেস্নামা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে তিনদিনব্যাপি অর্ধদিবসের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শেষ হয়েছে। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ জেলা শাখার উদ্যোগে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।
অবস্থান ধর্মঘটের শেষ দিনে বক্তব্য দেন সার্ভেয়ার মো. কামরুজ্জামান, সংগঠনের জেলা আহবায়ক মো. শরীফুল ইসলাম, সদস্য সচিব মো. মিরাজ হোসেন, মিশুক চাকমা, মো. জহুরুল ইসলাম, ফয়সাল আহমেদ, মো. আমানাতুল মাওলা, সানি আসলাম, মো. আরিফুর রহমান, আলী হোসেন, মো. রিমন মিয়া, মো. আনোয়ার কবীর, মাহমুদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের ১০ম গ্রেডে/২য় শ্রেণির পদমর্যাদার উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন ও ১৯৯৪ সালের ০১ ডিসেম্বরে প্রকাশিত গেজেট বাস্তবায়নের তথ্য পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন-বৈষম্য দূরীকরণের দাবি জানান। এই দাবি মেনে নেওয়া না হলে বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ অক্টোবর কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।
কালের চিঠি ডেস্ক 























