
কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে খোকসার শিমুলিয়া কুঠিপাড়ার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।
নিহতরা হলো- কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও নুসরাত ইসলাম মারিয়া এবং হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। এর মধ্যে তানজিলা খতুন ও নুসরাত ইসলাম মারিয়া আপন বোন। তারা সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আহত মারিয়া ও ফাতেমাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে মক্তবে পড়া শেষে শিশুরা সড়কের ডান পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী মাইক্রোবাস সড়কের উল্টো দিকে ঢুকে শিশুদের চাপা দেয়। তাদের চাপা দিয়ে মাইক্রোবাসটি পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন। হাসপাতালে তিন মেয়ে শিশু মারা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে বাঁশ দিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। ৪ ঘণ্টার অবরোধে সড়কের দুই কিলোমিটারজুড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের জট বেধে যায়। পরে বেলা ১১টার দিকে প্রশাসন ও পুলিশের মধ্যস্ততায় অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
কুঠিপাড়া মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক আব্দুল হক জানান, আজ সকাল সাড়ে ৬টায় মক্তবের প্রায় ১৩ জন ছাত্র-ছাত্রীকে ছুটি দিয়ে তিনি মসজিদে ছিলেন। বিকট শব্দ পেয়ে তিনি বেড়িয়ে আসেন। এসেই ছাত্রীদের মৃত অবস্থায় দেখতে পান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আননুর যায়েদ জানান, মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহত হয়েছে। অবরোধ তুলে নিয়েছে স্থানীয়রা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কালের চিঠি / আশিকুর।
কালের চিঠি ডেস্ক 























