বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা – অসমাপ্ত কবিতা

 

নক্ষত্রের আলোয় যখন ধীরে ধীরে ছায়া মিলায়,

এক অজানা সুরে মুগ্ধ মন, 

রাতের আকাশে বিলায়।

 

স্বপ্নের রঙে আঁকা নীল ভোরের অপেক্ষা,

শুধু কিছু অক্ষর, কিছু শব্দ, আর কিছু ব্যর্থ অভিজ্ঞতা।

 

নদীর স্রোতের মতোই ভাবনাগুলি বয়ে চলে,

যতই সন্নিকটে আসে, 

ততই অমলিন হয়ে উঠে।

 

এই হৃদয়ের পাতা থেকে কীভাবে লেখব কবিতা?

যেখানে প্রতিটি বাক্যই যেন অপূর্ণ এক ছবিটা।

 

মেঘের আড়ালে মিষ্টি বৃষ্টি, 

কেমন যেন মধুর হাওয়া,

সেদিনের দেখা সেই স্মৃতিগুলি কি সত্যি, 

না মিথ্যে কোনো সাড়া?

 

মনের গভীরে লুকানো, 

স্বপ্নের কালি আর খাতা,

কথার ফাঁকে গুছিয়ে দেবো কিছু ভাবনা!

 

এক অসমাপ্ত কবিতা, 

যা হয়তো কখনোই পূর্ণ হবে না।

জনপ্রিয়

৩২ ঘন্টার চেষ্টায় শিশু সাজিদকে জীবিত উদ্ধার

কবিতা – অসমাপ্ত কবিতা

প্রকাশের সময়: ০৫:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

 

নক্ষত্রের আলোয় যখন ধীরে ধীরে ছায়া মিলায়,

এক অজানা সুরে মুগ্ধ মন, 

রাতের আকাশে বিলায়।

 

স্বপ্নের রঙে আঁকা নীল ভোরের অপেক্ষা,

শুধু কিছু অক্ষর, কিছু শব্দ, আর কিছু ব্যর্থ অভিজ্ঞতা।

 

নদীর স্রোতের মতোই ভাবনাগুলি বয়ে চলে,

যতই সন্নিকটে আসে, 

ততই অমলিন হয়ে উঠে।

 

এই হৃদয়ের পাতা থেকে কীভাবে লেখব কবিতা?

যেখানে প্রতিটি বাক্যই যেন অপূর্ণ এক ছবিটা।

 

মেঘের আড়ালে মিষ্টি বৃষ্টি, 

কেমন যেন মধুর হাওয়া,

সেদিনের দেখা সেই স্মৃতিগুলি কি সত্যি, 

না মিথ্যে কোনো সাড়া?

 

মনের গভীরে লুকানো, 

স্বপ্নের কালি আর খাতা,

কথার ফাঁকে গুছিয়ে দেবো কিছু ভাবনা!

 

এক অসমাপ্ত কবিতা, 

যা হয়তো কখনোই পূর্ণ হবে না।