
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বোর্ড। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি।
এম নাজমুলের জায়গায় বিসিবির অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অর্থ কমিটির দায়িত্ব হারালেও বিসিবির পরিচালক পদে বহাল আছেন নাজমুল।
এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এম নাজমুলের অপসারণ দাবি করে। কোয়াব জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে অব্যাহতি দেওয়ার নিশ্চয়তা পেলেই কেবল তারা খেলায় ফিরবেন।
বুধবার বিসিবি ওই পরিচালক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটাক্ষ করেন। তিনি জানান, টি-২০ বিশ্বকাপে দল পাঠানো না হলে ক্রিকেটাররা কোন ক্ষতিপূরণ পাবে না। কারণ এতো বছর তারা ক্রিকেট খেলে কোন শিরোপা জিততে পারেনি, অনেক সময় খারাপ খেলেছে, তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, খারাপ খেললে তো তাদের পারিশ্রমিক কেটে নেওয়া হয়নি।
তার এমন মন্তব্যের প্রেক্ষিতে সব ধরনের খেলা বয়কটের হুমকি দেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বুধবারই অনলাইনে এক সংবাদ সম্মেলন করে জানায়, এম নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত তারা কোন ধরনের ম্যাচ খেলবেন না।
বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সূচি অনুযায়ী, প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। কারণ ম্যাচ শুরুর আগ পর্যন্ত বোর্ড পরিচালক নাজমুল পদত্যাগ করেননি। দিনের প্রথম ম্যাচটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল। মিঠুন জানান, নাজমুলকে বোর্ড থেকে অপসারণের নিশ্চয়তা পেলে তারা দ্বিতীয় ম্যাচটি খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বৃহস্পতিবার ৬টায় ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার কথা। নাজমুলকে দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত পর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে কিনা ওই সিদ্ধান্তের অপেক্ষা।
নিজস্ব প্রতিবেদক 













