বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবিশ্বাস্য নাটকীয়তার ম্যাচে নোয়াখালীকে হারাল সিলেট

কতবার যে দিক পাল্টাল ম্যাচ। রোমাঞ্চের কত না বাঁক পেরিয়ে লড়াই এসে ঠেকল শেষ বলে। সেখানে লেগ বাই থেকে ১ রান নিয়ে সমীকরণ মিলিয়ে ফেলল সিলেট টাইটান্স। অবিশ্বাস্য জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে গেল নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের দ্বিতীয় দিন শনিবার ১ উইকেটে জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালীর ১৪৩ রান তারা পেরিয়ে গেছে শেষ বলে।

অসাধারণ হ্যাটট্রিকে ম্যাচ জমিয়ে দিয়েও, হারের হতাশায় মাঠ ছাড়লেন মেহেদি হাসান রানা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে টানা তিন বলে তিন উইকেট নিলেন তিনি। আর বিপিএলে সব মিলিয়ে তিনি হ্যাটট্রিক করলেন নবম বোলার হিসেবে।

দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন সৈয়দ খালেদ আহমেদ। সেই রান তাড়ায় পারভেজ হোসেন দলকে রেখেছিলেন সহজ জয়ের পথে। এক সময়ে সিলেটের ২৭ বলে প্রয়োজন ছিল ২৭ রান, হাতে ছিল ৭ উইকেট।

সেই সময়ে পারভেজ বোল্ড হলে নাটকীয়ভাবে পাল্টে যায় চিত্র। পরের ওভারে কেবল ২ রান দিয়ে আফিফ হোসেনকে বিদায় করেন রেজাউর রহমান রাজা।

এরপর, নো দিয়ে শুরু করা ওভারে রানা পরপর তিন বলে বিদায় করেন মিরাজ, নাসুম আহমেদ ও খালেদকে।

অবিশ্বাস্য নাটকীয়তার ম্যাচে নোয়াখালীকে হারাল সিলেট

প্রকাশের সময়: ০৫:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

কতবার যে দিক পাল্টাল ম্যাচ। রোমাঞ্চের কত না বাঁক পেরিয়ে লড়াই এসে ঠেকল শেষ বলে। সেখানে লেগ বাই থেকে ১ রান নিয়ে সমীকরণ মিলিয়ে ফেলল সিলেট টাইটান্স। অবিশ্বাস্য জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে গেল নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের দ্বিতীয় দিন শনিবার ১ উইকেটে জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালীর ১৪৩ রান তারা পেরিয়ে গেছে শেষ বলে।

অসাধারণ হ্যাটট্রিকে ম্যাচ জমিয়ে দিয়েও, হারের হতাশায় মাঠ ছাড়লেন মেহেদি হাসান রানা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে টানা তিন বলে তিন উইকেট নিলেন তিনি। আর বিপিএলে সব মিলিয়ে তিনি হ্যাটট্রিক করলেন নবম বোলার হিসেবে।

দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন সৈয়দ খালেদ আহমেদ। সেই রান তাড়ায় পারভেজ হোসেন দলকে রেখেছিলেন সহজ জয়ের পথে। এক সময়ে সিলেটের ২৭ বলে প্রয়োজন ছিল ২৭ রান, হাতে ছিল ৭ উইকেট।

সেই সময়ে পারভেজ বোল্ড হলে নাটকীয়ভাবে পাল্টে যায় চিত্র। পরের ওভারে কেবল ২ রান দিয়ে আফিফ হোসেনকে বিদায় করেন রেজাউর রহমান রাজা।

এরপর, নো দিয়ে শুরু করা ওভারে রানা পরপর তিন বলে বিদায় করেন মিরাজ, নাসুম আহমেদ ও খালেদকে।