
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বুধবার সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারছা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি মাইক্রোবাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। সকাল নয়টার দিকে হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে মহাসড়কে বাস-মাইক্রোর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি দেশকাল নিউজ ডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক 




















