বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাম ধারার চার রাজনৈতিক দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা। তবে অংশ নেয়নি এনসিপি ও চার বাম দল।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় জানানো হয়, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না। এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না; এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।”

তিনি আরও জানান, এনসিপি বারবার সনদে আইনি ভিত্তি সংযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তবে তা না হওয়ায় দলটি মনে করছে, এই সনদ শেষ পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো একপক্ষীয় দলিলে পরিণত হতে পারে।

অন্যদিকে, আগেই সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছিল সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা জানায়, জুলাই সনদের খসড়ায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া আদালতে প্রশ্ন করা যাবে না—এমন ধারা যুক্ত করায় এই সনদে স্বাক্ষর করা তাদের পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের ছয়টি খাত—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ—সংক্রান্ত ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যের ভিত্তিতে সই করছেন অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা।

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল

প্রকাশের সময়: ০৪:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাম ধারার চার রাজনৈতিক দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা। তবে অংশ নেয়নি এনসিপি ও চার বাম দল।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় জানানো হয়, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না। এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না; এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।”

তিনি আরও জানান, এনসিপি বারবার সনদে আইনি ভিত্তি সংযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তবে তা না হওয়ায় দলটি মনে করছে, এই সনদ শেষ পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো একপক্ষীয় দলিলে পরিণত হতে পারে।

অন্যদিকে, আগেই সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছিল সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা জানায়, জুলাই সনদের খসড়ায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া আদালতে প্রশ্ন করা যাবে না—এমন ধারা যুক্ত করায় এই সনদে স্বাক্ষর করা তাদের পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের ছয়টি খাত—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ—সংক্রান্ত ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যের ভিত্তিতে সই করছেন অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা।