
২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তার বদলে আগামী ২৪ ঘণ্টা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে শিক্ষক নেতারা এ ঘোষণা দেন।
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের কথা থাকলেও তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক নেতারা জানান, সরকারের পক্ষ থেকে দাবি না মানা পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেছিল শিক্ষকদের ১৬ সদস্যের প্রতিনিধি দল। সেখানে শিক্ষা উপদেষ্টা প্রহসনমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
বৈঠক শেষে বেসরকারি শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, “যে রাষ্ট্র ৬ লাখ শিক্ষক-কর্মচারীর ডাল-ভাতের ব্যবস্থা করতে পারে না, সে রাষ্ট্রের উচিত শিক্ষাব্যবস্থা বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দেওয়া।”
তিনি আরও বলেন, “আমরা উপদেষ্টাকে বলেছি—আপনি আমাদের বাবার মতো। আমরা কোনো বিলাসিতা চাই না, শুধু ন্যায্য দাবি চাই। তার সামনে কান্না করেছি। কিন্তু তিনি অবস্থান থেকে সরে আসেননি।”
শিক্ষক নেতাদের ভাষ্য, তারা সরকারের কাছে শেষ প্রস্তাব হিসেবে এ বছর বাড়িভাড়া ১০ শতাংশ এবং আগামী বাজেটে আরও ১০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার আহ্বান জানানো হলেও তা বিবেচনা করা হয়নি।
জানা গেছে, মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন।
নিজস্ব প্রতিবেদক 

















