
অস্টিনের দৃশ্য
– বিমল সরকার
একটি ঝকঝকে দিন চলে যাচ্ছে
টেক্সাস থেকে ! জীবন থেকে ! অস্টিন শহরের
আজ ১১ই মার্চ, মঙ্গলবার ,দু‘হাজার পঁচিশের
অনেকগুলো চিন্তা এসে আমাকে করে দিলো হেরফের
আমার সাথে শেষ হলো না বহু মানুষের জের
পাগল আমি অতি সরল উদার আমি ঢের !
স্মৃতিরা আজ উথলে উঠে বহুরূপে অতীতের !
ড্রয়ার খুলতেই অনেকগুলো কাগজের সাথে
বেরিয়ে এলো আমার নামে লেখা
পাচঁ-ছয়টি ডলার বসানো চেক
সবচেয়ে কম অ্যামাউন্টটা হাজার ডলার
ফেরেনি আজও নিয়েছিল সে ধার
এখন থেকে কুড়ি বছর আগের
আজও আটকে আছে যার জের ।
আড়াই দশক আগে আমি তো কর্মে পাগল ছিলাম
তরতাজা সেই যুবকের প্রাণ ডলারের মাঝে দিলাম
পেরোলের চেক টাকা হলে পর
গ্রামবাসীকে দিলাম ! শহরবাসীকে দিলাম !
জনসেবকের পদবী বানাতে বহুজনকেই দিলাম
যখনই তরুণ ছিলাম আমি যখন যুবক ছিলাম
বাংলার মাটি ধুলোবালিকে
নির্ভাবনায় দিলাম আমি ভালোবেসে সব দিলাম
যেদিন আমার ছিলো সাধ্য দিয়ে ভালোবেসে ছিলাম !
অস্টিনে যারা চলে আসতো তাদের ঠিকানা দিতাম !
থাকার জায়গা দিতাম ! সবকিছু ছেড়ে দিতাম !
যদি বাংলাদেশিকে পেতাম আমি বাঙালিকে পেতাম !
দেখতে দেখতে আমার জীবনে বেলা হলো
দৃশ্য বদলে গেলো আপন বদলে গেলো
অর্ধশতের মতোই আমার বহু রুমমেট ছিল !
ধীরে ধীরে একে একে সবাই হারিয়ে গেলো !
নিজস্ব প্রতিবেদক 






















