
শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় আহত ও নিহত পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা সংরক্ষণ রাখার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার।
আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটা এককালীন সুবিধা দেয়ার কথা বলা হয়েছে যারা জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের স্কুলে ভর্তির ক্ষেত্রে।
“১২ হাজার ৫শ মানুষের জন্য এটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হয়েছে তারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে, এটা কোনো ভাবেই কোটার সাথে তুলনীয় নয়,” বলেছেন তিনি।
এদিকে সরকারের আদেশে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধাতালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা ছিল।
কিন্তু ২০শে ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে এই ৫ শতাংশের মধ্যে ‘জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের’ সদস্যদেরও যুক্ত করার কথা বলা হয়েছিল।
তখন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছিলো, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
কিন্তু পরে এ নিয়ে বিতর্ক দেখা দেয়ার পর সরকার তার সিদ্ধান্তে পরিবর্তন আনলো।
নিজস্ব প্রতিবেদক 



















