
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে ২ মার্চ রবিবার গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, স্মার্ট কার্ড বিতরণ ও আলোচনা সভা।অনুষ্ঠানের শুরুতে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বেলুন আকাশে উরিয়ে ভোটার দিবসের উদ্বোধন করেন।পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহুরুল কাইয়ুম সহ গাইবান্ধার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।
নিজস্ব প্রতিবেদক 






















