শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা : প্রতিটি সকাল চিরতরে যায়

প্রতিটি সকাল চিরতরে যায়

বিমল সরকার

স্বপ্নগুলোর কিনারায় যেতে শেষ হবে জীবন
তোমার আজীবন
যে গতিতে চলছো তুমি মরে যাবে শেষে মন !
যদি তুমি ভুল করো জীবনকর্ম চয়নে
সবই মিথ্যা হবে বন্ধু দেখছো যত নয়নে !
চুরাশি লক্ষ প্রজাতি আছে
ধার নেয়া ধার ধারো না
অনেক আগেই ছাড়বে যে সব
এখনও কেন ছাড়ো না !
আসলে তুমি কি পারো না !
না কি ইচ্ছে করেই করো না !
তুমি বড় ঢের চলো হেরফের
করুণার কারবারে
কোন ফুল তাই ফোটেনি প্রিয়
জীবন নদীর ধারে ।
সময়ের ঢেউ ভাসালো দূরে
জাগোনি তুমি জ্ঞানের নূরে
অলসতা কেন ছাড়ো না !
কত দূরে তুমি এসেছ জানো?
নেই বুঝি কোন ধারণা !
চারিদিকে তুমি দেখছো যত
তুমি ছাড়া সব কারো না !
তোমার তুমির হোক অভিষেক
ছুঁড়ে ফেলো সব ধারণা
তুমি জগতের জগতে তোমার
তুমি ছাড়া কেউ তুমি না !
প্রতিটি সকাল চিরতরে যায়
সত্য কথাটি ভুলো না !
এই তুমিটা শ্রেষ্ঠ তুমি
নেই যার কোন তুলনা

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

কবিতা : প্রতিটি সকাল চিরতরে যায়

প্রকাশের সময়: ০৫:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

প্রতিটি সকাল চিরতরে যায়

বিমল সরকার

স্বপ্নগুলোর কিনারায় যেতে শেষ হবে জীবন
তোমার আজীবন
যে গতিতে চলছো তুমি মরে যাবে শেষে মন !
যদি তুমি ভুল করো জীবনকর্ম চয়নে
সবই মিথ্যা হবে বন্ধু দেখছো যত নয়নে !
চুরাশি লক্ষ প্রজাতি আছে
ধার নেয়া ধার ধারো না
অনেক আগেই ছাড়বে যে সব
এখনও কেন ছাড়ো না !
আসলে তুমি কি পারো না !
না কি ইচ্ছে করেই করো না !
তুমি বড় ঢের চলো হেরফের
করুণার কারবারে
কোন ফুল তাই ফোটেনি প্রিয়
জীবন নদীর ধারে ।
সময়ের ঢেউ ভাসালো দূরে
জাগোনি তুমি জ্ঞানের নূরে
অলসতা কেন ছাড়ো না !
কত দূরে তুমি এসেছ জানো?
নেই বুঝি কোন ধারণা !
চারিদিকে তুমি দেখছো যত
তুমি ছাড়া সব কারো না !
তোমার তুমির হোক অভিষেক
ছুঁড়ে ফেলো সব ধারণা
তুমি জগতের জগতে তোমার
তুমি ছাড়া কেউ তুমি না !
প্রতিটি সকাল চিরতরে যায়
সত্য কথাটি ভুলো না !
এই তুমিটা শ্রেষ্ঠ তুমি
নেই যার কোন তুলনা