বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ত্রাণের বস্তায় লেখা শেখ হাসিনার উপহার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখা ত্রাণের প্যাকেট বিতরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার গোডাউন থেকে ত্রাণ বিতরণের সময় বিষয়টি নজরে আসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের।

জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। তবে বিতরণ করা এসব ত্রাণের বস্তার গায়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লেখা ছিল।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করার জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে মজুত করা ছিল এসব ত্রাণ। তবে এসব প্যাকেটে লেখা ছিল বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। ত্রাণসামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থবছর ২০২৩-২৪।

 

 

সাদুল্লাপুরের বকশীগঞ্জের অসহায় নারী মোছা. কাজল কালবেলাকে বলেন, ডিসি স্যারের কাছে আবেদন করছিলাম তাই এই ত্রাণ আজ পেলাম।

 

এদিকে বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগে থেকেই গোডাউনে ত্রাণের বস্তাগুলো মজুত ছিল। কিছু বস্তা বিতরণের পর বিষয়টি বুঝতে পারায় আর বিতরণ করা হয়নি।

 

 

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভুলবশত এমনটা হয়েছে। গোডাউনে মজুত থাকা ত্রাণের বস্তার লেখাগুলো মুছে ফেলার জন্য ত্রাণ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।

 

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

গাইবান্ধায় ত্রাণের বস্তায় লেখা শেখ হাসিনার উপহার

প্রকাশের সময়: ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখা ত্রাণের প্যাকেট বিতরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার গোডাউন থেকে ত্রাণ বিতরণের সময় বিষয়টি নজরে আসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের।

জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। তবে বিতরণ করা এসব ত্রাণের বস্তার গায়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লেখা ছিল।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করার জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে মজুত করা ছিল এসব ত্রাণ। তবে এসব প্যাকেটে লেখা ছিল বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। ত্রাণসামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থবছর ২০২৩-২৪।

 

 

সাদুল্লাপুরের বকশীগঞ্জের অসহায় নারী মোছা. কাজল কালবেলাকে বলেন, ডিসি স্যারের কাছে আবেদন করছিলাম তাই এই ত্রাণ আজ পেলাম।

 

এদিকে বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগে থেকেই গোডাউনে ত্রাণের বস্তাগুলো মজুত ছিল। কিছু বস্তা বিতরণের পর বিষয়টি বুঝতে পারায় আর বিতরণ করা হয়নি।

 

 

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভুলবশত এমনটা হয়েছে। গোডাউনে মজুত থাকা ত্রাণের বস্তার লেখাগুলো মুছে ফেলার জন্য ত্রাণ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।