স্থানীয়রা জানায়, বাবা মারা যাওয়ার পর থেকেই জমিজমা নিয়ে দাদা আব্দুল খালেকের সাথে বনিবনা হচ্ছিলনা নাতি আলম মিয়ার। এ নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো সংসারে। গতকালও পারিবারিক নানা কারণে বাকবিতণ্ডা হলে, একপর্যায়ে নাতি আলম ও নাত বউ রেখা বেগম লাঠি দিয়ে দাদাকে আঘাৎ করে। এতে, ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক।
এ ঘটনায় অভিযুক্ত আলম ও তার স্ত্রী রেখাকে আটক করেছে পুলিশ।
কালের চিঠি ডেস্ক 

























