
আশা শিক্ষা কর্মসূচি ষষ্ঠ হতে অষ্টম অধীনে আশা মন্ডল হাট ব্রাঞ্চে সাপোরহাটি এস সি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ হতে অষ্টম শ্রেণীর পাইলটিং কর্মসূচি চলমান রয়েছে।
সেখানে পিছিয়ে পড়া এবং অসহায় শিক্ষার্থীদের পাঠ দান করানো হয়। আশার মূল লক্ষ্য শিক্ষার গুণগতমান মনোনয়ন সহজ ও সবার জন্য উন্মুক্ত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নত শিক্ষার্থীদের বিদ্যালয়ে দেয়া পাঠ আয়ত্ত করতে সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস করাই হলো আশার উদ্দেশ্য। সেই আলোকে অদ্য সোমবার ৭ অক্টোবর ছাপরহাটি এস সি উচ্চ বিদ্যালয় এর সম্মেলন কক্ষে একটি অভিভাবক মত বিনিময় সভা আয়োজন করা হয় । উক্ত অভিভাবক সভায় সভাপতিত্ব করেন সাপরাহাটি এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ বকুল । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রংপুর বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার খন্দকার মোহাম্মদ আলাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকছেদুল রহমান সি ও ডিস্ট্রিক্ট ম্যানেজার আশা গাইবান্ধা। এসময় আরো উপস্থিত ছিলেন আশা বামন ডাঙ্গা অঞ্চলের সিঃ আর এম রঞ্জিত কুমার ও এডুকেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম এবং আর ও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগন। এছাড়া আশা মোগলের হাট ব্রাঞ্চের ম্যানেজার কাফি মন্ডল আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জ প্রতিনিধি 
























