
জীবাশ্ম জ্বালানিতে নয় বরং দেশ পূর্ণ গঠনে বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা ২০২৩ সংশোধন করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করুন এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় গ্লোবাল ক্লাইমেন্ট স্ট্রাইক ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ই সেপ্টেম্বর) বিকেলে ৪ ঘটিকার সময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়।
ক্লাইমেট স্ট্রাইকে বক্তব্য রাখেন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয় মারুফ হাসান, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা জেলা সহকারী সমন্বয় ওয়াকিল আহম্মেদ জায়েদ , কাফি ইসলাম লিমন ,রায়য়ান রফিাদ সহ আরো অনেকে।
বক্তারা জানান ,অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ প্লাস্টিকের ব্যবহার না করা দাবি জানান ।
শামসুর রহমান হৃদয় 























