বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: মায়েরা কেন পাড়ছো না

 

ঐ যে কতো নারী বুঝলনা সখের পুরুষের আদর,

তার আগেই অপ্রত্যাশিত হানা কিছু অসুস্থ ধর্ষণ নামক 

ধর্ষকের।

 

 ইচ্ছে যায় শরীর যায় প্রাণ যায়,

ধর্ষিতা নামে পরিচিত হয়।

সেই নারীকেই সমাজ অচৌশ মনে করায়।

 

 প্রশ্ন এখন তবে-

 নারীকে ধর্ষণ করল কারা,

ধর্ষকের কেন বুক কাপে না?

কেন লজ্জা হয়না?

কেন ধর্ষক ধর্ষণ করতে পারলে 

নিজেকে ভাবে বীর?

যদি তা না হয় তাহলে কেন নারীদের পৈশাচিক অত্যাচার সহ্য করতে হয়?

ঐ অসুস্থ মানুষের ক্ষিধের উৎপত্তি কোথাকার

 তারাই আসল সাজা 

 

 কোথার থেকে তারা পায় সাহস 

নারীদের টোনটিং,মুখে এসিড দেওয়া,

নারীদের সামনে গালি দেওয়ার?

 

মা তুমি কন্যাকে যেমন করে সামলাও,

তেমন করে কেন পুত্রকে শেখাও না 

নারীদের সম্মান করতে,

তাহলে হয়তো মায়ের দেওয়া শিক্ষা 

পারত না অমান্য করতে ।

 

 তবে কেন মায়েরা পারছ না?

তোমার পুত্রের মাথায় ঢোকাতে,

সম্মানের দৃষ্টিতে নারীদের দেখতে,

নারীকে অত্যাচার না করতে।

 

কবি: প্রিয়াংকা নিয়োগী

কোচবিহার,ভারত

জনপ্রিয়

‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভোটের পরে সরে যেতে চান : রয়টার্সের খবর

কবিতা: মায়েরা কেন পাড়ছো না

প্রকাশের সময়: ০৩:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

ঐ যে কতো নারী বুঝলনা সখের পুরুষের আদর,

তার আগেই অপ্রত্যাশিত হানা কিছু অসুস্থ ধর্ষণ নামক 

ধর্ষকের।

 

 ইচ্ছে যায় শরীর যায় প্রাণ যায়,

ধর্ষিতা নামে পরিচিত হয়।

সেই নারীকেই সমাজ অচৌশ মনে করায়।

 

 প্রশ্ন এখন তবে-

 নারীকে ধর্ষণ করল কারা,

ধর্ষকের কেন বুক কাপে না?

কেন লজ্জা হয়না?

কেন ধর্ষক ধর্ষণ করতে পারলে 

নিজেকে ভাবে বীর?

যদি তা না হয় তাহলে কেন নারীদের পৈশাচিক অত্যাচার সহ্য করতে হয়?

ঐ অসুস্থ মানুষের ক্ষিধের উৎপত্তি কোথাকার

 তারাই আসল সাজা 

 

 কোথার থেকে তারা পায় সাহস 

নারীদের টোনটিং,মুখে এসিড দেওয়া,

নারীদের সামনে গালি দেওয়ার?

 

মা তুমি কন্যাকে যেমন করে সামলাও,

তেমন করে কেন পুত্রকে শেখাও না 

নারীদের সম্মান করতে,

তাহলে হয়তো মায়ের দেওয়া শিক্ষা 

পারত না অমান্য করতে ।

 

 তবে কেন মায়েরা পারছ না?

তোমার পুত্রের মাথায় ঢোকাতে,

সম্মানের দৃষ্টিতে নারীদের দেখতে,

নারীকে অত্যাচার না করতে।

 

কবি: প্রিয়াংকা নিয়োগী

কোচবিহার,ভারত