বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নিয়োগের অবৈধতা, আর্থিক কেলেঙ্কারি, শিক্ষকদের অপদস্তসহ অনিয়ম, দুর্নীতি মেনে নিয়ে জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা বেগমের উপস্থিতিতে তিনি পদত্যাগ করেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রেজওয়ান, মোরসালিন, সিহাব, এলাহী, আশিকুর, ফুয়াদ, জাহিদ সহ অনেকেই প্রধান শিক্ষকের নানান অসংগতি নিয়ে প্রশ্ন করলে, তিনি তার উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক আসাদুজ্জামান বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি,সহকারী শিক্ষকদের অপমান অপদস্ত, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে অর্থ আত্মসাত, স্কুলের বাৎসরিক আয়, ছাত্রদের বেতন থেকে আয়, সেন্টার ফি ও প্রশংসা পত্র,মার্কশীট, রেজাল্ট শিট নিতে মাত্রাতিরিক্ত অর্থ আদায় করে আসছেন, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে। এছাড়াও তার বিরুদ্ধে -কর্মচারী নিয়োগে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু আউয়াল রিজু বলেন প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান প্রধান শিক্ষকের পদত্যাগের কোনো বিকল্প নেই।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কনক সরকার বলেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির আঁতুড়ঘর থেকে বের করে ও ব্যবসা প্রতিষ্ঠানের মতো লাভজনক জায়গা থেকে বের করায় আমাদের লক্ষ। আমারা চাই, শিক্ষাঙ্গন হোক আনন্দের, জবাবদিহিতার, গণতান্ত্রিক ও মেধাবিকাশের মাধ্যম। যার সবকিছু ধব্বংশ করেছেন বর্তমান প্রধান শিক্ষক তাই ওনার বিরূদ্ধে আমাদের অবস্থান।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়টি সত্য নয় দাবি করে তিনি বলেন, ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এবং জোর পূর্বক তাকে পদত্যাগ করানো হয়েছে।
কালের চিঠি / আলিফ