ফরিদপুরের মধুখালীতে দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (৩ মে) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর এক সমাবেশে এ দাবি জানানো হয়।
এ সময় দলটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশের শান্তি বিনষ্ট করতে না চাইলে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। মধুখালীর হত্যাকাণ্ডের ঘটনা উগ্রবাদীদের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন তিনি।
সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে ভারতের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। সমাবেশ শেষে বায়তুল মোকাররমে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে দলটি।
কালের চিঠি