শামসুর রহমান হৃদয়
গাইবান্ধা।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পীকার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ, গাইবান্ধার কৃতি সন্তান শাহ্ আব্দুল হামিদ এর ৫২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে বিকাল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থা গাইবান্ধা আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মওদুদ আহমেদ আলোচনা সভার শুরুতে শাহ্ আব্দুল হামিদ এঁর স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শাহ্ আব্দুল হামিদ মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহবায়ক গোলাম মারুফ মনার সঞ্চালনায় জীবনী পাঠ করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস্) ইব্রাহিম হোসেন এবং আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড.শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন,জেলা আওয়ামীলের সাধারন সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা আওয়ামীলের সহ-সভাপতি রনজিৎ বকসি সূর্য, সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহাজাদা,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল,আব্দুল লতিফ হক্কানী,জেলা যুবলীগের সভাপতি সর্দার সাইদ হাসান লোটন, গাইবান্ধা চেম্বার অব কর্মাস এর সহ-সভাপতি খান মোহাম্মাদ সাইদ হোসেন জসিম, জেলা আওয়ামীলের সদস্য মোস্তাক আহম্মেদ রন্জু,পৌর আওয়ামীলের সহ-সভাপতি শাহ্ শামিম কবির,জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বপণ প্রমুখ।