শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা ভোট: ‘প্রভাব বিস্তারের চেষ্টা করলে এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা’

উপজেলা নির্বাচনকালীন সংসদ সদস্যরা নিজ এলাকায় অবস্থান করতে পারবেন। ভোটও দিতে পারবেন। তবে কোনো প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিলে বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে ওই সংসদ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া এই তিন জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন রাশেদা সুলতানা।

কারও পক্ষে সংসদ সদস্য প্রভাব বিস্তার করলে এর দায় সংশ্লিষ্ট প্রার্থীকেও নিতে হবে বলে জানান এ নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপর আস্তা রেখে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

কালের চিঠি / আলিফ

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

উপজেলা ভোট: ‘প্রভাব বিস্তারের চেষ্টা করলে এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা’

প্রকাশের সময়: ০৫:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

উপজেলা নির্বাচনকালীন সংসদ সদস্যরা নিজ এলাকায় অবস্থান করতে পারবেন। ভোটও দিতে পারবেন। তবে কোনো প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিলে বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে ওই সংসদ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া এই তিন জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন রাশেদা সুলতানা।

কারও পক্ষে সংসদ সদস্য প্রভাব বিস্তার করলে এর দায় সংশ্লিষ্ট প্রার্থীকেও নিতে হবে বলে জানান এ নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপর আস্তা রেখে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

কালের চিঠি / আলিফ